বরিশাল জেলার সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কলেজ প্রতিষ্ঠতার দুইযুগ পার হলেও নেই শহীদ মিনার
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কে.এম. সোয়েব জুয়েল : দুই যুগ পেরিয়ে গেলেও ভাষা শহীদ স্মরনে আগরপুর ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজে নির্মান করা হয়নি শহীদ মিনার। ফলে অন্য উপায়ে স্মরন করা হয় ভাষা শহীদদের।
দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি রাত ১২ টার পর ভাষা শহীদের স্মরণে ফুলেল শুভেচছা দেয়া হলেও বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজে ভিন্ন আঙ্গিকে দেয়া হয় ভাষা শহীদদের প্রতি ফুলেল শুভেচছা ।
এ নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলের মাঝে নানান আলোচনা সমালোচনার গুঞ্জন বইছে।
এব্যারে কলেজ অধ্যক্ষ এবাদুলহক শাহীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বেসরকারি ভাবে কোন বরাদ্দ না থাকার কারনে শহীদ মিনার গড়ে তোলা সম্ভব হয় নাই। তবে কলেজ কার্যকরি পরিচলনা কমেটির সাথে আলোচনার মাধ্যমে দ্রুত স্বল্প সময়ের মধ্যই শহীদ মিনার তৈরির কথা জানিয়েছেন।