গৌরনদী ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
গৌরনদী প্রতিনিধি : গৌরনদী উপজেলা ও তিনটি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।
বুধবার দুপুরে ভূমি অফিস পরিদর্শনকালে তিনি (ডিএলআরসি) জমির ই-নামজারি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি, মঞ্জুরকৃত নামজারির ডিসিআর ধরে না রাখা এবং যথাসময়ে তা আর্কাইভ করা, হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ,
চান্দিনা ভিটি ও অর্পিত সম্পত্তির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস দ্রুত নিষ্পত্তি, দেওয়ানী মামলার এসএফ ও অডিট আপত্তির জবাব যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। পরে ভূমি অফিসের সামনে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল।