চোরাই সাবমেরিন ক্যাবলসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার : বরিশালে ১০ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সাবমেরিন ক্যাবলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ২৫নং ওয়ার্ডের ধোপাবাড়ি সড়কের বাসিন্দা রফিক হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২২), একই এলাকার মানিক হাওলাদারের ছেলে রানা হাওলাদার (২২) ও মজিবর মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৬)। বরগুনার তালতলীর কড়ই বাড়িয়ার গেন্ডামারা ছোটবগীর সুন্দর মল্লিকের ছেলে জলিল মল্লিক (৪৫)।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নগর গোয়েন্দা পুলিশের ওসি আঃ রহমান মুকুলের নেতৃত্বে একটি দল নগরীর ২৫নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরেরভিটা এলাকায় রমজান হাওলাদারের টিনশেড বসতঘর থেকে দশ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়। চুরিতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।