হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
জসিম উদ্দিন : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড একইসঙ্গে ১ লাখ জরিমানা করা হয়েছে। মামলার অপর পাঁচ আসামীকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয় হয়। গতকাল বুধবার বেলা ১১ টায় এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন; একই এলাকার বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার আর বাকী বিভিন্ন মেয়াদে দন্ডপাপ্তরা জামাল সিকদার, মামুন চৌকিদার, ছালাম হাওলাদার, ফরিদ খা ও জাহাঙ্গীর সরদার।
মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানাধীন মিয়ার হাটে আগে থাকা বিরোধের জেরে ডাল ব্যবসায়ী মোতাহার হোসনকে দন্ডিতরা কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে রাতেই মারা যায়। এ ঘটনায় মোতাহারের ভাই আজাহার হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করলে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ করে বিচারক উল্লেখিত রায় দেন।
দেড় যুগ পর হত্যা মামলার রায় পেয়ে সন্তোয় প্রকাশ করেন খুন হওয়া মোতাহার হাওলাদরের ভাই আজাহার হাওলাদার। তবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যাওয়ায় সকল আসামীদের একই ধরণের সাজা না হওয়ায় হাতাশ হয়েছেন মামলার আইনজীবি। ##