ধানক্ষেত থেকে বগুড়ার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালের গৌরনদীতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের ৯ দিন পর একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে নাজনীন আক্তার নামের তরুনীর মরদেহ। গৌরনদীর বাটাজোর এলাকার ধানক্ষেত থেকে গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে জিজ্ঞাসাবাদে তাকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাকিব হাওলাদার। সাকিব বগুড়া সেনানিবাসের ঝাড়ুদার। তার পরিবার গৌরনদীর বাটাজোর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
নাজনীনের ভাই আব্দুল আহাদ জানান, গত ২৪ মে বাবার অসুস্থতার কথা বলে নাজনীনকে বাটাজোরে নিজ বাসায় নিয়ে যান সাকিব। সেদিনই নাজনীনকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখেন সাকিব। স্বামীর দরিদ্র অবস্থা নিয়ে নাজনীনের সঙ্গে মনোমালিন্য ছিল। এর জেরেই তাকে হত্যা করেছে সাকিব। এর পর দুইদিন ধরে বোনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ২৬ মে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিনই বগুড়া থেকে সাকিবকে আটক করা হয়।
সাকিব বলেন, সে সময় ‘ভিক্ষুকের ছেলে’ বলে গাল দেয়ায় নাজনীনের গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে বগুড়া পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন সাকিব। তবে মরদেহ কোথায় রেখেছেন তা পরিষ্কার করে বলেননি। এরপর তাকে নিয়ে বগুড়ার পুলিশ গৌরনদীতে আসেন। মরদেহ খুঁজতে অভিযান চালানো হয় সেখানে।
পরে নাজনীনের ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আবার সাকিবের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে সেপটিক ট্যাংকের ভেতর পাওয়া যায় একটি ওড়না ও নখের অংশ। কিন্তু মরদেহ না পাওয়ায় মঙ্গলবারই সাকিবকে নিয়ে বগুড়া ফিরে যায় পুলিশ।
ওসি আরও জানান, গতকাল বুধবার সকালে বাসার পাশে ধানক্ষেতে বস্তাবন্দী একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমরা গিয়ে মরদেহটি নাজনীনের বলে নিশ্চিত হই। তার পরিবারে খবর পাঠানো হয়েছে। বগুড়া থেকে তারা আসবেন।
উল্লেখ্য, নাজনীনের বাড়ি বগুড়া সদরের সাবগ্রামে। তিনি গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের জেরে সাকিব হোসেনের সঙ্গে গত বছরের অক্টোবরে তার বিয়ে হয়। সাকিবের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কিন্তু পরিবারের সাথে গৌরনদীর বাটাজোর এলাকাতে ভাড়া বাসায় থাকতেন।