বরিশাল বিভাগের সংবাদ

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এইচ আর সুমন, ভোলা : ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোমিন নামে ৩ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাচরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু মোমিন একই এলাকার মোর্সেদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু মোমিন বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে সকলের অগোচরে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

পরে পুকুর তার মরদেহ ভেসে উঠে। স্বজনরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোন অভিযোগ না থাকায় শিশু মোমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button