শেবাচিমে ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছে ৩ জন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে তিন জন মারা গেছেন। একই সময়ে বিভাগে ২৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শেবাচিম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশালে নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলার বাসিন্দা ৫ জন। এই জেলায় মোট আক্রান্ত সাত হাজার ১৬৮ জন। পটুয়াখালী জেলায় নতুন তিন জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৪১ জন ব্যক্তি।
ভোলা জেলায় নতুন আক্রান্ত হয়েছে দুই জন। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৬৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৬ জন নিয়ে এক হাজার ৭৩৩ জন, বরগুনা জেলায় নতুন তিন জন নিয়ে এক হাজার ৩০৮ জন এবং ঝালকাঠি জেলায় নতুন করে আট জন আক্রান্ত হয়েছেন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৬ জনে। ফলে বরিশাল বিভাগে করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশাল নগরীর জিয়া সড়কের বাসিন্দা বাচ্চু হাওলাদার (৬৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ফলে বিভাগে করোনায় মোট মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৩১ জন।
শেবাচিম হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের পরিক্ষা করা হয়েছে। একই সময়ে শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বর্তমানে করোনা ওয়ার্ডে ৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ এবং ৫৭ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।