সন্তান হত্যায় মাসহ ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : বরিশালের মেহেন্দিগঞ্জে পরকীয়ার জের ধরে পঞ্চম শ্রেণীর ছাত্র শিশুপুত্র রনি হত্যা মামলায় মা সহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার সকাল ১১ টায় জননিরাত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। দন্ডিতরা হলো, শিশুর মা মোসাম্মদ কনা বেগম ও তার দুই প্রেমিক শাহিন নলী এবং রুহুল আমীন নলী।
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী লস্কর নূরুল হক বলেন, ঘটনার দিন ২০১৩ সালের ২১শে ফেব্রুয়ারী দূপূর দেড়টায় মায়ের পরকীয়া মেলামেশার বিষয়টি দেখে ফেললে রনিকে গলা টিপে হত্যা করে দুই প্রেমিকের সহায়তায়। এরপর রনিকে সাপে কেটেছে বলে দাফন করতে গেলে স্থাণীয় এক ইউপি সদস্যের সন্দেহ হলে বাধাঁ দেয়। খবর পেয়ে রনির বাবা চট্রগামের সীতাকুন্ডে দিনমজুরের কাজ করেন লতীফুল্লা দুয়ারী পরদিন কাজীরহাট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২৪জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে আদালতের বিচারক আজ তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।