ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে পানিতে ৩৫ গ্রাম প্লাবিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন,ভোলা : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ভোলায় বুধবার সকাল থেকে দিনভর বৈরী আবহাওয়া বিরাজ করে। দমকা হাওয়ার সাথে কখনও হালকা আবার কখনও মূসলধরে বৃষ্টি হয়। দুপুর ৩টা নাগাদ নদীর পানি বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়। এতে করে মেঘনা-তেতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চলের ৩৫ টি গ্রাম প্লাবিত হয়।
এতে করে ওইসব এলাকার প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অতি জোয়ারে পানিতে ঘরবাড়িসহ তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের। পানি বন্দী মানুষকে তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাবুল আখতার জানান, জেলায় ৩২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে ৭৫ কিলোমিটার বাঁধ সিসি ও জিও ব্যাগে মোড়ানো থাকলেও ২৫০ কিলোমিটার মাটির বাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার চরফ্যাশন উপজেলার ৫টি পয়েন্ট ৭৭০ মিটার, মনপুরা উপজেলায় ৩টি পয়েন্টে ২৬০ মিটার, বোরহানউদ্দিন উপজেলায় ৪টি পয়েন্টে ৪০মিটার, লালমোহন উপজেলায় ২টি পয়েন্টে ৪৫০ মিটার, তজুমদ্দিন ১টি পয়েন্টে ৩০০ মিটার ও দৌলতখান ১টি পয়েন্টে ২০ মিটার এবং ভোলা সদরে ২টি পয়েন্টে ১০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেখানে কাজ করে যাচ্ছে। জোয়ারের পানি কমতে শুরু করলে পূর্ণাঙ্গ মেরামতের কাজ করা হবে বলেও জানান তিনি।