বরিশাল জেলার সংবাদ

বরিশালে এক ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ

স্বামী-স্ত্রী একসাথে বসায় চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে গতকাল বৃহস্পতিবার বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বাস চালককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর প্রতিবাদে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় টার্মিনাল থেকে ১৮ রুটে চলাচলরত বাস এক ঘন্টা বন্ধ রেখে ক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বরিশাল থেকে হিজলা মুলাদীগামী মাহিদুল পরিবহনের বাসটিতে স্বামী-স্ত্রী এক সাথে বসা নিয়ে ম্যাজিস্ট্রেট চালককে জরিমানা করে। স্বামী-স্ত্রী তো এক পরিবারের লোক তারা এক সাথে চলাফেরা করছে সমস্যা হচ্ছে না, বাসে এক সাথে বসলে কেন সমস্যা হবে এমন দাবী করেন শ্রমিকরা। তারা বাস স্ট্যান্ড এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে অবরোধ সৃষ্টি করে। তবে পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শ্রমিকরা দাবী করেন, করোনা বিধি বাসে চালু করা হলেও থ্রি হুইলারে তা মানা হচ্ছে না। এতে করে ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীরা বাস ছেড়ে থ্রি হুইলারে কম মূল্যে চলাচল শুরু করেছে। লোকসানে পড়েছে বাস মালিক শ্রমিকরা। থ্রি হুইলার মাহিন্দ্রার গাড়ি মহাসড়কে ওঠাই নিষেধ। কিন্তু তারা মহাসড়কে তো চলেই এখন করোনার সময় যাত্রী বোঝাই করে চলাচল করে। আমরা ঠিকমত গাড়ি চালালেও তারা তা করছে না। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয় নাএর প্রতিবাদে আমরা অবরোধ করেছি, প্রশাসন আশ্বাস দেয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।

এ অবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআরটিএ, বাস মালিক ও শ্রমিক পক্ষ যৌথ সভায় মিলিত হন জেলা বাস মালিক গ্রুপের কার্যালয়ে। সেখানে বাস্তবতার নিরিখে সব কিছু বাস্তবায়ন করা হবে মর্মে সিদ্বান্ত গ্রহণ করা হলে এক ঘন্টা পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ সাংবাদিকদের জানান, পরিবহন শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে মালিক শ্রমিকদের নিয়ে আমরা বসেছিলাম। কয়েকদিনের মধ্যে সব শৃঙ্খলার মধ্যে আনা হবে বলে তাদের জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button