শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা ভিত্তিক উন্নয়ন ও সেবা সংস্থা ইকো ইউএসএ এর অর্থায়নে পিছিয়ে পড়া, গরীব ও মেধাবী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ইকো ইউএসএর প্রেসিডেন্ট আমাতুর রহিম এর পরিকল্পনায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মুনিবুর রহমান। ইকোর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানবৃন্দ। প্রধান অতিথি গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাড়ানোর জন্য ইকোর কাজের প্রশংসা করেন। উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এই বছরও ইকো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করছে। ##