পুলিশ সদস্যদের নিয়ে উদ্দীপনামূলক কর্মশালা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদস্যদের নিয়ে উদ্দীপনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
উদ্দীপনামূলক কর্মশালায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিএমপি কমিশনার বলেন, প্রতিটি অপরাধের তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে। পেশার বাইরে দুরভিসন্ধিমূলকভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা, অগ্রহণযোগ্য কোন আচরন বরদাস্ত করা হবে না।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে নিয়ত ঠিক রেখে চাকুরী করলে বেহেশতে যাওয়ার পথ সুগম রয়েছে। তিনি আরও বলেন, ‘মা’ এর বদনাম যেমন অসহনীয়, তেমনি রাস্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশের বদনামও অসহনীয়। নির্ভূল নিরেপক্ষ তথ্য উপস্থাপন করেও কখনো কখনো ক্ষনিকের বদনাম শুনতে হয়। তাই মানবাধিকার সমুন্নত রেখে নির্ভেজাল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে সক্ষমতার সবটুকু প্রয়োগ করতে হবে। কর্মশালায় গেষ্ট স্পীকার হিসেবে ‘শিষ্টাচার ও সদাচরন’ শীর্ষক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা। উপ-কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার মো. খাইরুল আলম, উপ-কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের এবং উপ-কমিশনার মো. মনজুর রহমান সহ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত বিএমপি’র প্রায় ১শ’ সদস্য অংশগ্রহন করেন।
মেট্রোপলিটন পুলিশের প্রায় ১ হাজার ২শ’ সদস্য পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উদ্দীপনামূলক কর্মশালায় অংশগ্রহন করবেন বলে জানান বিএমপি’র মিডিয়া সেল সদস্য ওবায়দুল হক।