রাজনীতির সংবাদ

বিসিক শিল্প মালিক সমিতির জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী নানান কর্মসূচী পালন করেছে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে কোরআন তেলওয়াত, এতিমদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপন সহ আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান। বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, শিল্প নগরীর উপ-মহা ব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, শিল্প নগরী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে শিল্প মালিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
এদিকে বিসিক শিল্প নগরীর বৃহৎ প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর উদ্যোগে দিনব্যাপী ফ্যাক্টরীগুলোতে পবিত্র কোরআন তেলোওয়াত করা হয়। শনিবার বাদ যোহর ফরচুন সুজ লিমিটেড এর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান সহ ডাইরেক্টরবৃন্দ, প্রতিষ্ঠানের সিইও, সিওও, সিনিয়র ডিজিএম, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ###

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button