আন্তর্জাতিক সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। এদিকে পশ্চিমবঙ্গে ১০ নম্বর মহাবিপদসঙ্কেত জারি করেছে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে ২ জন নিহত হয়েছেন।
আগামী ৩ ঘন্টা ধরে ওড়িশার ধামরা ও বালেশ্বরের উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৪০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এরই মধ্যে ওড়িশার নিচু অঞ্চল থেকে প্রায় ৬ লাখ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ১১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।