বরিশাল জেলার সংবাদ

শিশু ও কিশোরীর মাঝে বিস্কুট বিতরণ

স্টাফ রিপোর্টার : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রায় ২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুলে না যাওয়া কিশোরীদের মাঝে (১১ থেকে ১৯ বছর) বিস্কুট বিতরণ করা হয়েছে। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের শিশুদের জন্য কর্মসূচির মাধ্যমে এই বিস্কুট বিতরণ করা হয়। উপজেলার ৯ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৪৪০ জন শিশুকে ৭২ দলে ভাগ করে এই বিস্কুট বিতরণ করা হয়। এছাড়া স্কুলে না যাওয়া ৪৫৫ জন কিশোরীকে ৭২ দলে ভাগ করে এই বিস্কুট বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের গ্রামে ও বাড়িতে বাড়িতে গিয়ে এই বিস্কুট দেয়া হয়। এই কার্যক্রম পরির্দশন করেন সেইন্ট বাংলাদেশের নিবার্হী পরিচালক কাজী জাহাঙ্গির কবির, শিশুদের জন্য প্রকল্পের প্রধান সমন্বয়কারী আহাসান মুরাদ চৌধুরী, প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র শীল, প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। এই কর্মসূচীতে ২৮শ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। এর আগে বাড়িতে বাড়িতে সাবান বিতরণ করা হয় এই প্রকল্পের মাধ্যমে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button