রাজনীতির সংবাদ
বঙ্গবন্ধুর প্রতি বরগুনাবাসীর বিনম্র শ্রদ্ধা

রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে সংসদ সদস্য, পুলিশ সুপার, পৌর মেয়র, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।শহীদ রাসেল স্কয়ারে রাসেলের প্রতিকৃতিতে সরকারি- বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে নিয়ে জেলা প্রশাসন আয়োজন করে ’কুইজ’ প্রতিযোগিতা। এ ছাড়া জাতীয় শোক দিবসে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ দেয়াল পত্রিকা প্রকাশ করে, শিশু একাডেমি আয়োজন করে চিত্রাংকন প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশন সব মসজিদে বিশেষ দোয়া- কোরআন খানির আয়োজন করা হয়।
জেলার ৫টি উপজেলায় বিনম্র শ্রদ্বা জানানো হয় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি।