বরিশাল বিভাগের সংবাদ
ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঝালকাঠী শাখার অধীনে বিনয়কাঠী বাজারে ৪র্থ এজেন্ট আউলেট উদ্বোধন করা হয়েছে। বন্ধন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো: নাসির উদ্দীনের সভাপতিত্বে ফিতা কেটে এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিনয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন, বিনয়কাঠি কৃষি ব্যাংকের ম্যানেজার আক্তারুজ্জামান। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন ঝালকাঠির বিশিষ্ট ইসলামিক স্কলার ও বেতলোস আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও: মো. আলী হায়দার নিজামী।