আন্তর্জাতিক সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
তুরস্কে প্রথম সর্বাত্মক লকডাউন শুরু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো সর্বাত্মক লকডাউন শুরু হল তুরস্কে। বুধবার (২৯ এপ্রিল) থেকে এই লকডাউন শুরু হয়। চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
দৈনিক সংক্রমণ শনাক্তের তালিকায় বর্তমানে বিশ্বের চতুর্থ দেশ তুরস্ক। গত সপ্তাহ থেকেই দিনে ৪০ হাজারের বেশি মানুষের শরীরে মিলছে করোনাভাইরাস।
গড় মৃত্যু ৩৫০ এর ওপর। সেই কারণে গোটা দেশে প্রথমবারের মতো লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এর আওতায় কঠোরভাবে মানতে হবে ‘স্টে অ্যাট হোম’ বিধিমালা। বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান; অনলাইনে চলবে পাঠদান। গণপরিবহনেও অর্ধেক যাত্রী বহন করতে হবে। অন্যান্য শহরভ্রমণে দেখাতে হবে যৌক্তিক কারণ।
জরুরি চিকিৎসা সেবা, খাবার, পানি ও জ্বালানি সরবরাহের পাশাপাশি কয়েকটি ব্যবসায়কে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।