করোনার থাবা থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। রেহাই পাচ্ছে না শিশুরাও। অথচ কিছুদিন আগেও ধারণা করা হচ্ছিল এই ভাইরাসের কবল থেকে শিশুরা নিরাপদ। শীতের শুরু থেকে সংক্রমণের পরিসংখ্যান বলছে উল্টো কথা। ক্রমশই বাড়ছে ঝুঁকি। শিশু বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর এই সময়ে শিশুদের ক্ষেত্রে দরকার অনেক বেশি সচেতনতা।
নিজের নিঃশ্বাসটাকে ঠিকঠাক বুঝে উঠার আগেই নিঃশ্বাসে প্রাণঘাতি ভাইরাস। করোনায় আক্রান্ত ১১ দিন বয়সই জাবিয়া। প্রথম মাতৃত্বের সুখটাই যেনো হয়ে উঠেছে কষ্ট; মায়ের কপালজুড়ে শুধুই শংকার ভাঁজ।
শিশু হাসপাতালের তথ্য বলছে, গত ৮ মাসের মধ্যে সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত শিশু ভর্তি হয়েছে জুনে। এরপরেই সর্বোচ্চ রোগী ভর্তি হয় নভেম্বরে। যা আগের মাসের চেয়ে প্রায় দেড়গুণ।
শিশু বিশেষজ্ঞরা বলছেন, অনেক অভিভাবকই বুঝতে পারেন না তার সন্তান কোভিড আক্রান্ত কি-না। বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ না থাকায় চিকিৎসা পেতে দেরি হচ্ছে।
শিশু সুস্থ হয়েছে বাড়ি ফেরার পরেও জটিলতা নিয়ে আবার আসছে হাসপাতালে। দ্রুত করোনা শনাক্তে অভিভাবকদের জনসচেতনতা সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের।