ফেন্সিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বরিশালে ফেন্সিডিল মামলার আসামী জাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীর অনুপস্থিতিতে সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত জাহানারা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী। আদালতের বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ১৬ অক্টোবর র্যাব-৮ এর একটি দল বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ জাহানারাকে আটক করেন।
ল্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহের কথা স্বীকার করে। এ ঘটনায় ঐদিনই বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে র্যাব। একই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন একমাত্র আসামী জাহানারাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ঐ দন্ড দেন।
রায় ঘোষনার সময় আসামী পলাকত থাকায় তার বিরুদ্ধে সাঁজা এবং গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন আদালত।