বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পাথরঘাটায় বস্তা বোঝাই ৫টি হরিণের চামড়া উদ্ধার
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের সদস্যরা টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে একটি বস্তা বোঝাই চিত্রা হরিণের ৫টি তাজা চামড়া উদ্বার করেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিয়মিত টহল দিতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় তা উদ্বার করা হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার জানান, শনিবার রাতে নিয়মিত টহলের সময় টেংরা গ্রামের সৃজিত বনাঞ্চল সংলগ্ন খালের পাড়ে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পারবর্তীতে বস্তা খুলে ভিতরে তাজা বিভিন্ন আকৃতি ৫টি হরিণের চামড়া উদ্বার করা হয়।
রাতেই উদ্বারকৃত চামড়া পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। উদ্বারকৃত ৫টি চামড়া ১৯৯ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৫৬ চওড়া।
বনবিভাগ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে থানায় সাধারন ডাইরী করে, নিজস্ব ট্যানারিতে চামড়াগুলো সংরক্ষণ করা হবে।