ছাত্রদলের নেতৃত্ব গঠনে বিএনপি নেতাদের চাপ
ছাত্রদলের নেতৃত্ব গঠনে বিএনপি নেতাদের চাপ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
খান রফিক : বরিশালে এক থেকে দেড় যুগ পার হওয়া ছাত্রদলের তৃণমূল নেতৃত্ব গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এরইমধ্যে আগ্রহীদের আবেদনও চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে স্থানীয় বিএনপি ও এমপি প্রার্থীর মতামত চাওয়া হয়েছে। এ সুযোগে জেলার ১০ উপজেলায়ই বিএনপি নেতারা তাদের অনুসারীদের বসাতে পাল্টাপাল্টি তালিকা তৈরি করেছে। জেলা ছাত্রদলের তথ্যমতে, বরিশালের ১০ উপজেলা, ২২ কলেজ এবং ছয় পৌর ছাত্রদলের কমিটি গঠনে পাল্টাপাল্টি তালিকা আশা শুরু করেছে। প্রতিটি উপজেলায় বিএনপি নেতারা নিজেস্ব কর্মীদের শীর্ষ পদে বসানোর প্রস্তাব করায় গ্রুপিংয়ের কারণে অনেক ত্যাগী নেতার বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি বিএনপি নেতারা জেলা ছাত্রদলকে ফোনেও কমিটি গঠনের ক্ষেত্রে সতর্ক করছে। এ অবস্থায় বিএনপি নেতাদের চাপে তৃনমূলের কমিটি গঠন করতে গিয়ে বিপাকে পড়েছেন ছাত্রদলের নেতারা।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে স্থানীয় বিএনপির মধ্যে। সেখানকার এমপি প্রার্থী আবুল হোসেন খান ২১ সদস্যের একটি তালিকা জেলা ছাত্রদলকে দিয়েছেন। তবে উপজেলা বিএনপির সদস্য মো. খলিলুর রহমান সিকদার বলেন, ওই তালিকায় যাদের নাম দিয়েছেন তা বাদ দিয়েছেন আবুল হোসেন। তাই তারা ছাত্রদলের টিম প্রধান জাকির হোসেনের সাথে কথা বলে আরেকটি তালিকা দিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন খান বলেন, তালিকা ছোট কিন্তু লোক বেশি। তাই সবার নাম দেওয়া যায়নি। উজিরপুর উপজেলা ছাত্রদলের একটি তালিকা পাঠিয়েছেন এমপি প্রার্থী এস সরফুদ্দিন সান্টু। এই তালিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এলাকায়। জানা গেছে, সান্টু তার নিজেস্ব কর্মী দ্বারা এ তালিকা করেছেন।
মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা ছাত্রদলের তালিকা প্রদান করেছেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। অভিযোগ রয়েছে, প্রস্তাবিত কমিটির কেউ কেউ ছাত্রদলের সাথে সম্পৃক্ত নন। অনেকে আবার ত্যাগী হলেও স্থান দেওয়া হয়নি। জানা গেছে, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের বাড়ি মেহেন্দিগঞ্জ। তার অনুসারীদের ওই তালিকায় রাখা হয়নি। তবে বিএনপি নেতা ফরহাদ বলেন, স্থানীয় বিএনপি যে তালিকা প্রদান করেছে তাতে তিনি সুপারিশ করেছেন। যারা বাদ পড়েছেন তাদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে গৌরনদী ও আগৈলঝাড়ায় সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এবং উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান পৃথক তালিকা করতে যাচ্ছে উপজেলা ছাত্রদলের। এ নিয়ে সেখানে চাপা উত্তেজনা বিরাজ করছে। মুলাদি উপজেলা ছাত্রদলের একটি তালিকা অ্যাডভোকেট জয়নাল আবেদিন পাঠিয়েছেন জেলা ছাত্রদলের কাছে। তবে উপজেলা বিএনপির সভাপতি ছত্তার খান এতে আপত্তি জানিয়ে পাল্টা তালিকা দিচ্ছেন বলে জানা গেছে।
বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, তারা চার থেকে পাঁচটি উপজেলার তালিকা পেয়েছেন। কিন্তু সবটিতেই বিচ্যুতি রয়েছে। স্থানীয় বিএনপিতে সমন্বয় না হওয়ায় একাধিক তালিকা এসেছে। তিনি বলেন, ছাত্রদলের তৃনমূলের এ কমিটি গঠনে বিএনপি নেতাদের চাপ এলেও টাকা-পয়সা নিয়ে নেতৃত্ব সৃষ্টি হতে দেবেন না তারা।
জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু জানান, বাকেরগঞ্জে সাবেক এমপি আবুল হোসেন যে তালিকা দিয়েছেন, তাতে বিতর্ক রয়েছে। ত্যাগী ছাত্রনেতারা বাদ পড়ছেন। হিজলা-মেহেন্দীগঞ্জেও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের প্রেরিত তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মুলাদিতে পাল্টাপাল্টি তালিকা দিয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়ায় স্বপন ভাই ও কুদ্দুস ভাই ফোন করে কমিটি গঠনের ক্ষেত্রে সতর্ক করেছেন। উজিরপুরে সান্টু ভাই তাদের মতো করে তালিকা তৈরি করেছেন। ওই তালিকার বিরুদ্ধে মিছিল হয়েছে। সদর উপজেলার কমিটির বিষয়ে সরোয়ার ভাই ও চাঁন ভাই ফোন করেছেন। তিনি বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে চাপের মধ্যেই আছেন। আইনশৃঙ্খলা বাহিনীও চাপে রেখেছে। উপজেলার মুরব্বি নেতাদের কাছ থেকে নানা সুপারিশ আসছে। তিনি মনে করেন, ছাত্রদলের কমিটি গঠনে বিএনপির এবারই শেষ চাপ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, জেলা ছাত্রদলের নেতারা কমিটি গঠন করতে গিয়ে একটু চাপে পড়েছে শুনেছেন। আসলে এটা ওদের জন্য সমস্যা। যদি এভাবে মুরব্বি সংগঠনের চাপ আসে, তাহলে কেন্দ্রের সহযোগিতা নিতে হবে। তিনি বলেন, ছাত্রদলের কমিটিতে বিএনপির হস্তক্ষেপ উচিত নয়।
তথ্য সূত্র আলোকিত বাংলাদেশ