ভোলায় প্রসপারিটি প্রকল্পের অবহিতকরন সভা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : ভোলায় গ্রামের অতিদরীদ্র মানুষের জীবন মান উন্নয়নে সদর উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ই জানুয়ারি বৃহস্পতিবার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আবু অবদুল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ। সভায় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ভোলা সদর উপজেলা সহ মোট ৬টি ইউনিয়নের ১১৪৮৬জন অতিদরীদ্র পরিবারকে পুস্টি , জীবনযাত্রার মানোন্নয়ন ও সরকারী বিভিন্ন দপ্তরের সহয়ায়তা প্রদানে সংযোগ স্থাপন করে স্বাবলম্বী করে তোলাই প্রকল্পের মুল উদ্যেশ্য।