শীতে কাঁপছে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি : গত কয়েকদিন ধরে টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। প্রতিদিন তাপমাত্রা কমে গিয়ে তীব্র শীত প্রবাহিত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার তাপমাত্রা ৯ দশমিক শুন্য ডিগ্রী সেলসিয়সে নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। এর আগে গত ১৬ ডিসেম্বর ১২ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস এবং গত ১৫ ডিসেম্বর ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
শুক্রবার সকাল থেকে সারাদিন সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার কারণে উত্তাপ ছড়াতে পারেনি। শির শির বাতাশে কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। তবে কয়েকদিন পর পুর্ণাঙ্গ সূর্যের দেখা মেলাতে অনেককেই রোদ পোহাতে দেখা গেছে। আবহাওয়া অফিস বলছে, উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এই ঠাণ্ডা বিরাজ করছে।
রোদ দেখা দেয়ার কারণে জনমনে কিছুটা খুশির ঝিলিক এলেও হাড় কাঁপানো শীতে শিশু ও বয়স্কদের ভোগান্তি কাটেনি। সারাদিন কয়েকটি শীতের কাপড় পড়ে থাকতে হয়। গরম উত্তাপ নেয়ার জন্য খরখুটো জ্বালিয়ে পোড়ের আগুন পোহাতে হচ্ছে।