গৃহবধূর চোখ উৎপাটন চেষ্টার অভিযোগ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : মাদারীপুরে এক গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্বামী সহ শ^শুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে। ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন আহত গৃহবধূর স্বজনরা।
ধর্মের ভুল ব্যাখ্যার কারনে এই ঘটনা ঘটেছে উল্লেখ করে সমাজ সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের নেতারা। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছেন কালকিনির ডাসার থানার ওসি।
প্রায় এক বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার ঘুনিয়াকুল গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী নাসির মোল্লার সাথে একই উপজেলার পশ্চিম বনগ্রামের বারেক চৌকিদারের মেয়ে এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ থেকে নার্সিং পাস করা সাদিয়া আক্তারের সাথে বিয়ে হয়।
বিয়ের সময় ২ লাখ টাকা যৌতুক দিলেও পরে আবারও ৩ লাখ টাকা দাবী করা হয়। ঐ টাকা দিতে না পাড়ায় এবং পড়াশোনা ও চাকরী করতে চাওয়ায় প্রায়ই নির্যাতন চালানো হতো তার উপর। এর প্রতিবাদ করলে শনিবার তাকে ঘরের মধ্যে আটকে রখে শ^শুরবাড়ির লোকজন। বিষয়টি তার মা পারভীন আক্তার জানতে পেরে জরুরী সেবা সার্ভিস ৯৯৯ অভিযোগ করেন।
এতে আরও ক্ষিপ্ত ওঠে ঐদিন দুপুরে সাদিয়াকে বেদম মারধর করে তার চোখ উৎপাটনের চেষ্টা চালায় স্বামী সহ শ^শুর বাড়ির লোকজন। এ ঘটনার সুষ্ঠু সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবী করেছেন তার মা পারভীন আক্তার।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা বলেন, ধর্মের ভুল ব্যাখ্যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে গৃহবধূর চোখ উপড়ানোর চেষ্টা করার দায়ে অভিযুক্তদের কঠোর বিচার দাবী করেন তিনি।
গৃহবধূর চোখ উপরে ফেলার চেষ্টার ঘটনায় তার মা পারভীন আক্তার বাদী হয়ে রবিবার কালকিনির ডাসার থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তবে ঐ মামলার কোন আসামী এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গৃহবধূর স্বজনরা। যদিও এই মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন মাদারীপুরের ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান।