বরিশাল জেলার সংবাদ
বিশ্বাসেরহাট সংলগ্ন নদীতে স্পিডবোট উল্টে আহত ৫

স্টাফ রিপোর্টার : বরিশাল থেকে গোপনে যাত্রী নিয়ে ভোলা যাওয়ার পথে স্পিডবোট উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই বিশ্বাসেরহাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌপুলিশের ওসি’র দায়িত্বে থাকা এসআই অলোক।
জানা যায়, বরিশাল নগরীর ডিসি ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট ডুবোচরের সাথে ধাক্কা লেগে ৮ জন যাত্রীসহ উল্টে যায়।
দুর্ঘটনাস্থল চরমোনাই বিশ্বাসেরহাট সংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। এসময় আহত ৫ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে অপর একটি স্পিডবোটে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।
বরিশাল নৌপুলিশের ওসি’র দায়িত্বে থাকা এসআই অলোক জানান, বরিশাল ডিসি ঘাট থেকে গোপনে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্পীডবোটটি দুর্ঘটনার কবলে পরে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।