বরিশাল জেলার সংবাদ
বরিশালে করোনা সচেতনামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার : করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে ‘মাস্ক পরিধান করুণ, সেবা নিন শ্লোগানে নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
পরে করোনার সংক্রমণরোধে সাধারণ মানুষের মাঝে দুই হাজার মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ, প্রশান্ত কুমার দাস প্রমুখ।