অনুমতি ছাড়া কোন অনুষ্ঠান নয়
করোনা সংক্রমণ রোধ কমিটির সিদ্ধান্ত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালে জনসমাগম হয় এমন আচার-অনুষ্ঠান ও সভা-সমাবেশ করার আগে প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের অনুষ্ঠান না করার জন্যও নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয় নির্ধারন করতে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সভায় বিস্তারিত আলোচনার পর বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সভা সমাবেশ আয়োজন থেকে বিরত থাকার পাশাপাশি প্রশাসনের অনুমতি ব্যতীত অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহবান জানানোর হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণে বিশ্ব এখন হিমশিম খাচ্ছে। প্রথম দিকের ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই এবার দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার।
সভায় বাস ও লঞ্চযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়েও আলোচনা করা হয়। এতে সিদ্ধান্ত হয়, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করতে হবে। লঞ্চ এবং গাড়িতে যাত্রার আগে এবং গন্তব্যে পৌঁছানোর পর অবশ্যই জীবাণুনাশক পানি স্প্রে মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাত্রী বা পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাস্ক ব্যবহার না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয় সভায়।
সবধরনের পরিবহনকে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনী মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। উপরোক্ত সিদ্ধান্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম, নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মো. মোক্তার হোসেন, সিভিল সার্জন মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।