বরিশাল জেলার সংবাদ

বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সময় বরিশাল আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

একই সময় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন তাঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার প্রমুখ। সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও মহানগর সভাপতি একেএম জাহাঙ্গির, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ প্রমুখ।

বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।

দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বক্তব্য দেন ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মোঃ খোরশেদ আলম, শিক্ষক সায়মা আখতার শশী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button