হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলের দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১৯অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৪ মে পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন দুপুরে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল কর্মী সমর্থকদের হাতে সাবেক চীফ হুইপ ও স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস নিহত হন।
এ ঘটনায় তাপসের ভাই পংকজ কুমার দাস বাদী হয়ে বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে প্রধান আসামী করে বাউফল থানায় ৩৫ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামী দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। নির্দিষ্ট সময় শেষে গতকাল সোমবার ১৯ অক্টোবর চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক রোকসানা পারভীন জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।