বরিশাল জেলার সংবাদ
শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১ ও আইসোলেশন ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জনের নমুনা পরিক্ষায় ৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ছাড়পত্র পেয়েছেন মাত্র ২ জন।
২৪ ঘন্টায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি হয়েছেন। বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৯৩ জন।
বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ১৪৬ ও আইসোলেশন ওয়ার্ডে ৩৬১ জনসহ মোট ৫০৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১১ জন ব্যক্তি।