প্রধান সংবাদবরিশাল জেলার সংবাদ

পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

জসিম উদ্দিন : বরিশালে নগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম (৩০) নামে এক যুবক যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শনিবার দিবাগত রাত বারোটায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নগরীর সাগরদি এলাকার মাংস বিক্রেতা মো. ইউনুচ মিয়ার ছেলে।

রেউজালের পিত মো. ইউনুচ বলেন, ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রেজাউলকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন মাহি। ওই রাতেই মাদকদ্রব্যসহ তাকে কোতোয়ালী পুলিশে হস্তান্তর করা হয়। এরপর কোতোয়ালী পুলিশ পরদিন আদালতে পাঠালে রেজাউলকে জেলহাজতে পাঠায় পুলিশ। স্বজনদের দাবী আটককালে যুবক রেজাউলে শারিরিক অবস্থা স্বাভাবিক ছিল । পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদেও বিচার চান তিনি।

এ ব্যাপারে জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ওই যুবকের কুঁচকিতে ফোঁড়া আছে বলে উল্লেখ ছিল। এপর অসুস্থ হলে শুক্রবার তাকে কারাগার থেকে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২ টায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে এনিয়ে হাসপাতালের চিকিৎসকরা কোন মন্তব্য করতে রাজী হয়নি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, পুলিশের নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হেব।##

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button