বরিশাল জেলার সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালে বছরব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মুক্তিযোদ্ধা, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগ, বরিশাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সার্বিক সহযোগিতা করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী।
নাট্যজন সৈয়দ দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদ সভাপতি নজমুল হোসেন আকাশ, নজরুল ইসলাম চুন্নু, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, জীবন কৃষ্ণ দে, বিসিবির প্যানেল মেয়র নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, আনোয়ার জাহিদ,
টুনু কর্মকার, মুকুল দাস, কাজল ঘোষ, আজমল হোসেন লাবু, শুভংকর চক্রবর্তী, সাবেক ভিপি আনোয়ার হোসাইন, বাসুদেব ঘোষ, সুশান্ত ঘোষ প্রমূখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button