আটক ৩৬ জেলের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালের বিভিন্ন নদীতে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার পরিচালিত এই অভিযানে ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ জব্দ করা হয়। ঐদিন রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ গত রবিবার দিনভর মেঘনা, তেতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ মাছ সহ ৩৬জন জেলেকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ৮ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত জাল কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও লিলøাহ বোডিংয়ে বিতরন করা হয়। ###