প্রধান সংবাদবরিশাল জেলার সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
রহমতপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
রোকনুজ্জামান সোহাগ : ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের ব্যবসায়ী। সকাল ৭ টার দিকে সড়ক পাড় হতে গিয়ে ট্রাকের চাপায় সে নিহত হয়।
তার বাড়ি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম মর্গে প্রেরন করেছে । ময়না তদন্তের
পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ###