বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অসুন্থ বোনকে হুইলচেয়ার প্রদান
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কাইয়ূম আহম্মেদ : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অসুস্থ বোনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার ও নগদ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে ত্রিশ লক্ষ আত্মবলিদানকারী সাহসী বীরদের অন্যতম একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর কাশীপুর বন বিভাগের অফিসের বিপরীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শহীদ স্মরণিকা ভবনে মহিউদ্দিন জাহাঙ্গীর এর পরিবারের বড় বোন রাহানুর বেগমকে (৭২) দেখতে যান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এর নির্দেশে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় রাহানুর বেগমকে হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তার জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. নাজমুল হুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান প্রমুখ। তিনি প্রায় ২ বছর ধরে প্যারালাইস্ট হয়ে বিছানায় পরে আছেন।