অবৈর্ধভাবে বালু উত্তোলন, তিন জনকে কারাদন্ড
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈর্ধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে বুধবার তিন জনকে কারাদন্ড প্রদান করা হয়। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে সদর উপজেলার বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী ছোট ব্রীজের নিচে অবৈর্ধভাবে বালু উত্তোলন করার অভিযোগে নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত মজিদ হাওলাদারের পুত্র মিজানুর রহমান ও ভোলা শশী ভূষন উপজেলার হাজারীগঞ্জ এলাকার ওহাব আলীর পুত্র মনির হোসেন ও বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের বেলায়েতর পুত্র ম্যানেজার হাসান সহ প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এছাড়া ম্যানেজার হাসানকে কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।