শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
নিজস্ব প্রতিবেদক : বরিশালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় নগরীর বান্দ রোডের অডিটরিয়ামে শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদের সভাপতিত্বে এবং অনিমেষ সাহা লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল ও কাজল ঘোষ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও উন্নয়ন সংগঠক রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের শিল্পাঙ্গন সমৃদ্ধ করতে ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। শিল্পকলা একাডেমির হাত ধরে দেশের শিল্প সাহিত্য এগিয়ে চলছে।
শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।