বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে গর্বিত দেশ : পানি সম্পদ প্রতিমন্ত্রী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে গর্বিত দেশ।
তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমরা ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয় ও ৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের তালিকায় পৌঁছাবো। প্রধানমন্ত্রী এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকালে বরিশাল নগরীর জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দক্ষিণ এশিয়া ও এশিয়ার পাঁচ দেশের সরকার প্রধান বাংলাদেশে এসেছেন। যা দেশের জন্য সম্মানজনক অর্জন। এছাড়াও বিগত কয়েকদিনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এদের মধ্যে আমেরিকা, রাশিয়ার ও তুর্কির প্রেসিডেন্ট রয়েছেন। এতে উপলব্ধি করা যায় বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন ডাঃ মো. মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত প্রমুখ। আলোচনা সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের সকল বিভাগের সহযোগীতায় জিলা স্কুল মাঠে গতকাল শুরু হওয়া ২দিনব্যাপী উন্নয়ন মেলা আজ রবিবার শেষ হবে। মেলায় ১৪০টি স্টল রয়েছে। এর মধ্যে ১১০টি স্টলে সরকারের বিভিন্ন দপ্তর এবং বেসরকারী উন্নয়ন সংস্থা তাদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।
এরপর নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।