বরিশাল বিভাগের সংবাদ
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় ৯২ পিচ ইয়াবাসহ একযুবকে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। সোমবার রাতে মোস্তফা(৪০) কে ৯২ পিচ ইয়াবাসহ আটক করে তারা।
রাত ১১ টারদিকে এর সত্যতা নিশ্চিত করেনকোষ্টগার্ড। আটক মো. মোস্তফা উপজেলার কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আহম্মদ মুন্সি ছেলে।
পাথরঘাটা বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার (এক্স), বিএন জানান,তার নেতৃত্বে বিসিজি স্টেশান পাথরঘাটার সদসস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০ টারদিকে উপজেলার কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ মোস্তফা (৪০) কে ৯২ পিচ ইয়াবাসহ আটক করা হয় । পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন ।