বরিশালে মৃত্যু ছাড়ালো ৩শ’ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগের ছয়টি জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিনজন এবং উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৩০১ জনের। ওদিকে নতুন করে ১৮১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৯৯ জন।
সোমবার এসব তথ্য জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৫৫ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২ হাজার ৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২ হাজার ৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১১।
এদিকে করোনা আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় গোপালদি এলাকার ৬০ বছর বয়সী তাসলিমা এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৪৫ বছর বয়সী শহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন। মারা যাওয়া শহিদুল ইসলাম কলাপাড়া নির্বাচন অফিসের অফিস সহায়ক ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার বাশবাড়িয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (রোববার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ২৪ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ৫ জন এবং করোনা আক্রান্ত হয়ে একজনসহ মোট ৬ জন মৃত্যুবরণ করেন।
করোনা ওয়ার্ডে এখন ১১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এবং ৯৫ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৪৮ দশমিক ৪০ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় (শনিবার) এই ল্যাবে মোট পরীক্ষা করেছিলেন ১৮৮ জন। যার মধ্যে ৪৪ দশমিক ৪৬ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছিল।