বরিশাল জেলার সংবাদ
বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত

জসিম উদ্দিন : করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর পোর্ট রোড ও নতুন বাজার সহ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রমের সাথে যাদের মাস্ক ব্যবহারে ক্ষেত্রে অনীহা এমন লোকদের জরিমানা করা হচ্ছে। তারা আশা করেন এমন অভিযানের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতন হবেন জনতা।
অপরদিকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা দেয়া ব্যক্তিরা বলেন, তারা ভূল করে মাস্ক পড়েন নি। এরপর থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।