প্রধান সংবাদ

ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুত ৪৯১৫ আশ্রয় কেন্দ্র

কাইয়ূম আহম্মেদ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে বরিশাল বিভাগের ৪ হাজার ৯১৫ আশ্রয় কেন্দ্র। যার মধ্যে রয়েছে সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠন। যেখানে আশ্রয় নিতে পারবে বিভাগের প্রায় ২০ লাখ মানুষ।

দুর্যোগ মোকাবেলায় সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিভিন্ন জেলার প্রশাসকরা জুম এ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় বরিশাল জেলায় ১০৭১ আশ্রয় কেন্দ্র, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১০৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়গুলো থেকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ২০ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুকেও স্থান দেয়া যাবে। এই আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল সাংবাদিকদের জানান, ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button