প্রধান সংবাদবরিশাল বিভাগের সংবাদ

বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ

বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ৬ জেলায় এই পর্যন্ত মোট ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৯৫ জনের।

গড় হিসেবে মোট আক্রান্তের মধ্যে ৪৯ দশমিক ৫৯ শতাংশ রোগী এই পর্যন্ত সুস্থ হয়েছে। যারমধ্যে বরিশাল জেলায় ৪৭ দশমিক ৭২ শতাংশ, পটুয়াখালীতে ৪৪ দশমিক ০৫ শতাংশ, ভোলায় ৬৯ দশমিক ৩৬ শতাংশ, পিরোজপুরে ৪৫ দশমিক ৬৩ শতাংশ, বরগুনায় ৫২ দশমিক ৭৪ শতাংশ ও ঝালকাঠিতে ৫০ দশমিক ৬৪ শতাংশ রোগী সুস্থ হয়েছে। হিসেবে অনুযায়ী এই পর্যন্ত বিভাগের মধ্যে ভোলা জেলায় সুস্থের হার সর্বোচ্চ। অপরদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এই পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গোটা বিভাগে ২ হাজার ৩৮১ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। ##

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button