বরিশালে বিএনপির সমাবেশে অনুমতি মিলেছে
বৃহস্পতিবার জিলা স্কুল মাঠে সমাবেশ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপির সমাবেশ করার অনুমতি দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবেশ ৬ সিটির বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।
বুধবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার দাবি করেছেন, সরকার দেশের সব নির্বাচনে ডিজিটাল কারচুপি করেছে। প্রশাসন নৌকা মার্কা দেখলেই উৎসাহিত হয়। তাই সিটি নির্বাচনসহ সব ধরনের ভোটে জালিয়াতিকালে কোন বাধা প্রদান করা হয়নি। ভোটাধিকারের দাবিতে ১৮ ফেব্রুয়ারি সমাবেশ করা বিএনপির অধিকার। কিন্তু ২৪ ঘন্টা আগেও বরিশালে সমাবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। বরং রাতে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বাধা প্রদান করা হচ্ছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরোয়ার এসব কথা বলেন।
বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার বলেন, স্থানীয় সরকার, সিটি করপোরেশন এমনকি সংসদ নির্বাচনেও ভোট কারচুপি হয়েছে। জনগণকে সিটি নির্বাচনের এই কারচুপি জানাতেই ১৮ ডিসেম্বর বরিশালে বিএনপি সমাবেশ করবে। সমাবেশে সারাদেশের ৬ সিটির বিএনপির মেয়র প্রার্থীরা বক্তব্য রাখবেন।
সরোয়ার বলেন, তারা টাউন হলের সামনে সমাবেশের অনুমতি চেয়েছেন। অপেক্ষায় আছেন, যেখানে সমাবেশ করার অনুমতি দিবে সেখানেই করবেন। নতুবা দেশের স্থিতিশীলতা থাকবে না। তিনি বলেন, কথা বলার জন্য সমাবেশের জন্য কেন সরকার অনুমতিতে অজুহাত খুঁজবে।
যুগ্ম মহাসচিব সরোয়ার আরও বলেন, আল জাজিরার ঘটনা আমরা আগেই বলেছি। সরকার মনে করছে এর পিছনে বিএনপি রয়েছে। জনগণের কাছে এই সত্যকে লুকানো যাবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, মিছিল নিয়ে আসা শুরু করলে স্রোত ঠেকানো যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।