জমে উঠছে কুয়াকাটা পৌরসভার নির্বাচন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কলাপাড়া প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠতে শুরু করেছে নির্বাচনী মাঠ। এবারের পৌর নির্বাচনে মোট চার জন মেয়র প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এছাড়া পৌর নির্বাচনে মেয়র ও একাধিক কাউন্সিলর প্রার্থীদেরও প্রচার প্রচারণায় সরব গোটা পৌর এলাকা।
সাগর পাড়ের চায়ের আড্ডায় প্রার্থীর দোষ-গুণ নিয়ে বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা। পছন্দের প্রার্থী নিয়ে একে অপরের সাথে মাঝে-মধ্যে কড়া আলোচনা-সমালোচনাও করছেন। এছাড়া প্রার্থীর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নানা পোস্ট দিয়ে চালাচ্ছেন জোর প্রচার। এদিকে প্রার্থীরাও নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ে তুলতে ও সকল নাগরিক-সুবিধা নিশ্চিতসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর সাগর কন্যাখ্যাত কুয়াকাটা পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া মো. আনোয়ার হাওলাদার। আনোয়ার হাওলাদার গত নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এছাড়া হাত পাখা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম। তিনি বিগত পৌর নির্বাচনেও পাখা প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করেছেন।
এদিকে গত পৌর নির্বাচনে অংশ নেয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে লড়ছেন। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবারের কুয়াকাটা পৌর নির্বাচনে কৌশলী হয়ে মাঠে কাজ করবে এমন ধারনা অনেকেরই।
সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন উঠান বৈঠক, চা-চক্র ও কুশালাদি বিনিময়সহ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।