বরিশাল জেলার সংবাদ

বিনামূল্যে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বিসিসি

স্টাফ রিপোর্টার : কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে বিনামূল্যে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বৃহস্পতিবার রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। শুক্রবার বিকালে বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছে বিসিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে এ কার্যক্রমে পাঁচটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স।

এছাড়া লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য বিসিসি মেয়রের পক্ষ থেকে চারটি বাস দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button