বরিশালে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগে বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবারের আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৭ জন। যা পূর্বের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সময়ে মারা গেছেন দুইজন। মৃত ব্যক্তিরা বরগুনা এবং ঝালকাঠি জেলার বাসিন্দা। এতে বিভাগে মোট মৃত্যু সংখ্যা ২৯৫ জনে দাঁড়ালো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, বরিশাল জেলায় নতুন শনাক্ত হয়েছেন ২২ জন ও সুস্থ হয়েছেন ২৫ জন। পটুয়াখালী জেলার ২২ জন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এই জেলায় সুস্থ হয়েছেন নয় জন। দ্বীপজেলা ভোলায় নতুন করে শনাক্ত হয়েছেন চার জন ব্যক্তি। সুস্থ হয়েছেন আট জন।
অপরদিকে পিরোজপুরে নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র এক জন রোগী। বরগুনা জেলায় ছয় এবং ঝালকাঠি জেলায় নতুন করে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় নতুন করে কেউ সুস্থ হননি। বরিশাল বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন মাত্র ৪৩ জন। বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১৪ হাজার ৫৫৪ জন। করোনা সংক্রমণের পর থেকে বরিশাল বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯৭ জন।