বরিশাল জেলার সংবাদ
ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবীতে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার : বরিশালে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবীতে রবিবার সন্ধ্যায় মশাল মিছিল বের হয়। ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি নগরীর নতুন বাজার থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক সুজয় শুভ, সদস্য আলিসা মুনতাজ, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির কোষাধ্যক্ষ রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইসতিহাজ আহসান আলী সহ অন্যান্যরা।