লকডাউনের খবরে বাজারে ক্রেতার ভীড়
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : কঠোর লকডাউনের খবরে বরিশালের বাজারঘাটে হুমড়ী খেয়ে পড়েছেন মানুষ। এ কারনে প্রচুর ভীর দেখা গেছে মুদী বাজার, কাঁচা বাজার এবং মাছের বাজারে। লকডাউন দির্ঘায়িত হবে ভেবে অতিরিক্ত কেনাকাটা করছেন তারা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন পন্যের দাম।
গতকাল সোমবার নগরীর সাগরদী বাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, চৌমাথাবাজার, নতুন বাজার, হাটখোলা বাজার, ও বাজার রোডে গিয়ে ক্রেতাদের প্রচুর ভীর দেখা গেছে। এছাড়া নগরীর অন্যান্য বাজার, কাঁচাবাজার এবং মাছ বাজারেও দেখা গেছে প্রচুর ভীর।
ক্রেতারা বলছেন, কঠোর লকডাউনে ঘরের বাইরে বের হওয়া যাবে না বলে শুনেছেন তারা। তাই লকডাউনকালীন খাদ্য মজুদ করতে বাজার করছেন তারা।
এদিকে হঠাৎ বাজারে পন্যের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্য পন্যের দাম। পিয়াজ, আলু, রোশন, আঁদা সহ অন্যান্য পন্যের দাম বেড়েছে গত দুইদিনে। অন্যন্য পন্যের দামও বাড়ার আশংকা করছেন বিক্রেতারা।
এই অবস্থা চলতে থাকলে ক্রেতাদের নাভিশ^াস উঠবে বলে আশংকা করছেন ক্রেতারা। শুধু নিত্য পন্যের বাজার নয়, ব্যাংক-বীমা এবং সদর রোডেও স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভীর দেখা গেছে।